আপনার পড়া সবচেয়ে সুন্দর লেখা কোনটি?
আপনার পড়া সবচেয়ে সুন্দর লেখা কোনটি?
কনফেশন
প্রেরক: হায়দার
প্রাপক: সামিয়া
বিষণ্ণ পৃথিবীর চাওয়া পাওয়ার সমতায় আশা করি ভালো আছেন। সকালের কুয়াশাচ্ছন্ন এই শহরটা যখন দুপুরের মিষ্টি রৌদ্রের আলোয় আবিষ্ট হয়, সেই সময়টাতে মানুষের মনে অদ্ভুত ভালোলাগা কাজ করে।
হঠাৎ করেই আপনাকে দেখেছিলাম। আপনার চশমার ফ্রেমের আড়ালে ঢাকা ওই নিষ্পাপ চোখের চাহনি, মাঝে মাঝে মনকে উদাস করে দেয়া ওই দুষ্টু মিষ্টি হাসি, সবই যে আমার হৃদয় ছুঁয়ে যায়। আপনার হাসিটা অনেক সুন্দর, এই হাসি যেনো হারিয়ে না যায়।
অনেক সাহস সঞ্চার করে আজকে লিখেছি। আপনার সাথে কথা বলার সৌভাগ্য আমার হবে কিনা জানি না। কিন্তু শীতের রাতে সবুজ ঘাসের উপর শুয়ে, আমি আপনার সাথে আকাশে তারার মেলা দেখতে চাই। আপনাকে নিয়ে হারিয়ে যেতে চাই প্রকৃতির বিশালতায়।
জানিনা আমার এই আশাগুলো কখনো পূরণ হবে কিনা, তবে আমি দোয়া করি, আপনি যেনো সবসময় ভালো থাকেন।