আপনার পড়া সব থেকে জীবন পরিবর্তনকারী বই থেকে কী শিখলেন?
আপনার পড়া সব থেকে জীবন পরিবর্তনকারী বই থেকে কী শিখলেন?
Add Comment
১। আপনার মেরুদন্ড সোজা করে দাঁড়ান।
২। যারা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের মত আচরণ করুন।
৩। যারা আপনার মঙ্গল কামনা করে, তাদের সাথে বন্ধুত্ব করুন।
৪। নিজের সাথে তুলনা করুন আপনি গতকাল কেমন ছিলেন আর আজ কেমন আছেন।
৫। আপনার বাচ্চাদের এমন কোনও কাজ করতে দেবেন না যাতে তাদেরকে অপছন্দ করতে হয়।
৬। আপনি অন্যের সমালোচনা করার পূর্বে নিজের সমালোচনা করুন।
৭। যেটা সঠিক বলে মনে হয় তাই করুন।
৮। সত্য বলতে না পারলেও কখন মিথ্যা বলবেন না।
৯। ধরে নিন যে আপনি যে ব্যক্তির কথা শুনছেন তিনি হয়ত এমন কিছু জানেন যা আপনি জানেন না।
১০। আপনার কথা সংযত করুন।
১১। বাচ্চাদের খেলার সময় তাদের বিরক্ত করবেন না।
১২। রাস্থায় হাঁটার সময় সাথে কোন পোষা প্রাণী রাখুন।