আপনার মন থেকে আমাকে একটা পরামর্শ দিন যেটা আপনি ভুল থেকে শিখেছেন?
আপনার মন থেকে আমাকে একটা পরামর্শ দিন যেটা আপনি ভুল থেকে শিখেছেন?
Add Comment
- জীবনে যদি এমন কোনো সম্পর্কে জড়িয়ে থাকেন আর সেটা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়, মানসিক শান্তি দেয়না তাহলে এক্ষনি বেড়িয়ে আসুন।
- বেড়িয়ে আসতে পারছেন না? আসতে আপনাকে হবেই। কারণ এই সম্পর্কটা থেকে এখন যা পাচ্ছেন ভবিষ্যতেও তাই পাবেন। তাই বলছি কষ্ট হলেও বেড়িয়ে আসুন। একা থাকুন কয়দিন কষ্ট হবে। কিন্তু বিশ্বাস করেন ঠিক আপনি হবেন ই। নিজেকে সময় দিন নিজেকে চিনুন জানুন। কি করলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন সেই পথ/উপায় খুজে বের করুন। জীবন টা যেমন আপনার তেমনি নিজেকে ভালো রাখার দায়িত্বটাও আপনার। কারো থেকে কিচ্ছু আশা করবেন না। আশা করবেন ঠকবেন। ঠিক ঠকবেন।
- আর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কুরআন। যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এটাকে সঙ্গ করে নিন। সকাল বিকাল পাঠ করুন। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি যদি শান্তি না দেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে শান্তি এনে দিতে পারবেনা ।