আপনার শেখা জীবনের সবথেকে বড় শিক্ষাটি কী ছিল ?
আপনার শেখা জীবনের সবথেকে বড় শিক্ষাটি কী ছিল ?
হ্যাঁ , আমাদের অনেকেরই পছন্দের মুভি থ্রি ইডিয়েটস ( 3 idiots) থেকে।
( বই হাতে থাকা লোকটা কে ?
=>উত্তর না জানলে মুভিটা আবার দেখেন । জানলে কমেন্টে জানান )
থ্রি ইডিয়েটস মুভি দেখে অনেক বন্ধুই বলেছিল যে জীবনে শুধু পড়ালেখায় তেমন লাভ নাই (তাদের দাবি রেনছো সবসময় বন্ধুদের সাথে মোজ মাস্তি করে বেড়াতো ) । সত্যি বলতে কি অধিকাংশ মানুষই থ্রি ইডিয়টস মুভির এই দৃশ্যগুলো ভালমতো খেয়াল করেনি। তারা খেয়াল করেছিল কিস কিস দেয়ার দৃশ্য গুলো , চতুরের চটি বইগুলো বিলানোর দৃশ্য এবং কিছু সৃজনশীলতা। সৃজনশীলতা কিন্তু এমনি এমনি আসে না এটা তারা ভুলে যায়। সৃজনশীলতা ভালো পড়াশোনা মাধ্যমে তৈরি হয় (ভালো পড়াশোনা বলতে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকাকে বলে না, ভালো পড়াশোনা বলতে মন দিয়ে প্রত্যেকটা টপিক বুঝে পড়াকে বোঝানো হয় )
দিন শেষে একটা কথাই বলতেই হবে ➡️ প্রচুর পড়াশোনা করতে হবে আমাদের, শিখতে হবে বাস্তবতা, শিখতে হবে বিপদে পড়া মুহূর্তে নিজেকে এবং নিজের চারপাশে মানুষকে রক্ষার কৌশল ।