আপনার শৈশবের হিরো কে ছিলেন?
আপনার শৈশবের হিরো কে ছিলেন?
একটা হাসির কথা বলি।
আমার বাবার হিরো হচ্ছেন দুজন গোয়েন্দা।
- একজন যাঁর গায়ে বিশেষ জোর নেই, হেব্বি শৌখিন গোছের মানুষ, মোটরে চড়তে ভয় পান, চকোলেট খেতে হেব্বি ভালোবাসেন, লোকে তাঁকে ফরাসি ভাবে বলে তিনি বেশ মনক্ষুণ্ণ হন… টাক মাথা, গোঁফ যুক্ত এই লোকটার বই পেলেই বাবা আমার গপাত করে গিলে ফেলে।
- আরেকজন ধাঁই ধাঁই যুক্তি দেন, সেক্রেটারি সুন্দরী, রহস্যোদঘাটনে এবং আদালতে তর্ক করতে এঁর জুড়ি মেলা ভার।
এমতাবস্থায়, ছোট বেলায় গপ্প শুনতে চাইলে বাবা জল মিশিয়ে থ্রিলার খাওয়াতেন 😜
ওদিকে আলমারিও ভরা গোয়েন্দা দিয়েই!
এমতাবস্থায় আমার শৈশবের শ্রদ্ধার আসনেও বসেছেন যথারীতি গোয়েন্দাই!
একজন ব্যাক্তি যাঁর ভাই হতে পারলে আমি ধন্য হয়ে যেতাম 😇
যিনি যোগব্যায়াম করেন, বিশ্বের সবকিছু নিয়ে পড়াশোনা করেন, পর্যবেক্ষনে নিপুণ এবং ভ্রমণপিপাসুও বটে।
তিনি আমায় টিনটিন পড়তে শেখান, মোমো খেতে আগ্রহী করে তোলেন, উটের কুঁজে ফ্যাট, লামা, গুমফা, থাংকা, চার্নক, নেপোলিয়ন, পার্সি, পুরানো ঘড়ি থেকে স্যান্ডউইচ সবের সম্বন্ধে অনুসন্ধিৎসু করে তোলেন স্রেফ কথার একটা পৃথিবী বানিয়ে যে পৃথিবী আমি আজও আবিষ্কার করে চলেছি 😇
চোরধরা তো মশাই বাইপ্রোডাক্ট!
আমার হিরো প্রদোষচন্দ্র মিত্র, পি সি মিটার বা ফেলুদা।
পুনশ্চ: আমার বাবার হিরো দুজনকে যারা চিনতে পারেননি তাঁরা এরক্যুল পোয়ারো ও পেরি মেসন পড়ুন 🙏🙏