আপনার সবচেয়ে মূল্যবান পরামর্শ / জ্ঞান কী?
আপনার সবচেয়ে মূল্যবান পরামর্শ / জ্ঞান কী?
Add Comment
- বর্তমানের যত্ন নেয়া উচিৎ, এটিই ভবিষ্যৎ নির্মাণ করবে। অতীতকে পাত্তা না দেয়াটাই শ্রেয়।
- মেয়েরা ছেলেদেরকে ভিনগ্রহের প্রাণী কিংবা ছেলেরা মেয়েদেরকে অতিমানবীয় কিছু ভেবে বসার কারন নেই। সবাই দোপেয়ে মানুষ- ভেবে নিলেই শান্তি।
- অজুহাত না দিয়ে নিজের ভুলগুলো স্বীকার করে সংশোধনের রাস্তা খুঁজতে হবে।
- রাগান্বিত অবস্থায় কখনোই কোন সিদ্ধান্ত নিবেন না। সময়টিতে আমাদের বিচারবোধ কাজ করে না, ফলে নেয়া সিদ্ধান্তটি ভুল হবার সম্ভাবনা থেকে যায় অনেকাংশে। সময় নিন, নিজেকে শান্ত করুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন।
- তর্কাতর্কি থেকে একশ হাত দূরে থাকুন।
- হাল ছাড়বেন না। ধৈর্য ধরে আত্মবিশ্বাসের সাথে লড়ে যান, ফলাফল অবশ্যই পাবেন।
- নিজেকে বিশাল জ্ঞানীগুণী ভেবে বসে থাকাটা মোটেও সমীচীন নয়। পড়তে থাকুন, জানতে থাকুন; নিজেকে নতুনভাবে চিনবেন প্রতিনিয়ত।
- বন্ধু নির্বাচনে সতর্ক হোন। একজন বন্ধু জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে।
- সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। হাতে টাকা আসলেই অপ্রয়োজনে উড়িয়ে দিবেন না।
- পরিবারের খেয়াল নিন। দিনশেষে পরিবারই সব।
- সবরকম পরিস্থিতে সৎ থাকার চেষ্টা করা উচিৎ। কোনভাবেই অন্যকে ঠকানো উচিৎ নয়।
- শরীরের যত্ন নিতে হবে অবশ্যই অবশ্যই। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম বেশ জরুরী।
- সমালোচনাগুলো সহজভাবে গ্রহণ করতে শেখার কোন বিকল্প নেই। মানুষ কি ভাবলো কিংবা কি বলল তাতে পাত্তা না দিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।
- অন্যের ভালোকে হিংসাত্মক চোখে না দেখে প্রশংসাসূচক চোখে দেখা অতি উত্তম।
- জীবন পুষ্পশয্যা নয়- মেনে নিন।
- চাওয়া পাওয়ার হিসাব কখনোই মিলাতে পারবেন না- মেনে নিন। স্বপ্ন সত্যি হলো কি হলো না সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নে কতোটুকু শ্রম দিয়েছেন।
- মাত্রাতিরিক্ত চিন্তা করবেন না।
- কথা কম, কাজ বেশি।