আপনার স্মার্টনেসের রহস্য কী?
- কথা কম বলি,শুনি বেশি।
- যা বলি স্পষ্টভাবে বলার চেষ্টা করি।
- সুবিধাবাদী এবং ভণ্ডদের এড়িয়ে চলি।
- নিজেকে কখনোই সস্তা হতে দেই না।
- হুজুগেপনা এবং গুজববাজি থেকে বিরত থাকি।
- চেষ্টা করি ভিন্নমত সয়ে নিতে।
- চেষ্টা করি ব্যক্তিগত আক্রমণ পরিহার করতে।
- চেষ্টা করি তেলবাজি এবং চাটুকারিতার ঊর্ধ্বে উঠতে।
- কখনো কখনো পর্যবেক্ষক এবং দর্শক হওয়ার চেষ্টা করি।
- বুঝে শুনে পা ফেলি।
- নিজেকে পরিপাটি,গোছালো এবং সময়ানুবর্তী রাখার চেষ্টা করি।
- চেষ্টা করি ব্যক্তিগতভাবে স্বাধীন থাকতে।
- কারো দ্বারা প্রভাবিত হওয়ার ঊর্ধ্বে উঠতে চাই।
- নেতিবাচক এবং হতাশাবাদী লোকদের আনাগোনা থেকে নিজেকে বিরত রাখি।
- অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করিনা।
- কখনো ভুলেও কুটনামি করিনা।
- কাউকে বিনা উস্কানিতে আক্রমণ করি না।
- কাউকে বিনা কারণে সন্তুষ্ট করিনা।