আপনি আপনার কঠিন সময়ে শিখেছেন এমন কিছু পাঠ কোনগুলি?
আপনি আপনার কঠিন সময়ে শিখেছেন এমন কিছু পাঠ কোনগুলি?
১. ছেলেদের মতই মেয়েরাও চরম নিষ্ঠুর ও আত্মকেন্দ্রিক হতে পারে।
২. আসলে কোন রহস্যময় কারণে প্রেমিকারা কাউকে ছেড়ে যায় না। ভাল করে খুঁজে দেখুন, কারণগুলো সবসময় বোধগম্য।
৩. প্রেমকে স্বর্গীয় রূপ দান করা গেলেও প্রেম স্বর্গীয় কিছু নয়। প্রেমের ভিত্তি নিতান্তই জৈবিক এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা চিরস্থায়ীও নয় বরং ভঙ্গুর। তাই ব্যর্থ প্রেমের জন্য অতিমাত্রায় ভেঙে পড়া নিরর্থক। কারণ আপনি আবার প্রেমে পড়বেন এবং পড়াটাই যুক্তিসঙ্গত।
৪. বিপদের সময় বন্ধুবান্ধব কোন কাজে আসে না- একথা সবসময় সঠিক নয়।
৫. বেশিরভাগ মানুষ আপনার জয়পরাজয়ে ভাবিত নয়।তারা আপনার কাছ থেকে কী সুবিধা পাবে সেটা নিয়েই বেশি ভাবিত।
৬. যে কারো কাছে নিজের সমস্যা তুলে ধরা উচিত নয়। বেশিরভাগ মানুষ অন্যের সমস্যা নিয়ে আন্তরিকভাবে ভাবে না। তারা সুপরামর্শ দিতে পারঙ্গমও নয়।
৭. বিপরীত লিঙ্গের সঙ্গে কখনোই সত্যিকারের বন্ধুত্ব হয় না। তাতে সবসময় কিঞ্চিৎ পরিমাণে যৌনতা মিশে থাকে। সেটা হয়ত আপত্তিকর নয়। তবে ছেলেরাই ছেলেদের সবচেয়ে ভাল বন্ধু হয়।
৮. ব্যক্তি নিজেই তার সবচেয়ে উত্তম বন্ধু। নিজেরই নিজের প্রতি যত্নবান হওয়া উচিত। কেউ চাইলেও আপনার অসুখ ভাগ করে নিতে পারবে না।