আপনি আপনার জীবনে কোন 10টি জিনিস করা বন্ধ করেছেন?
আপনি আপনার জীবনে কোন 10টি জিনিস করা বন্ধ করেছেন?
১. অন্য কারও প্রতি প্রত্যাশা রাখা বাদ দিয়েছি। আশা করা উচিত প্রত্যাশা নয়।
২. জীবনের প্রতি অভিযোগ করা করা বাদ দিয়েছি। জীবন খুব সুন্দর আমরা জটিল করে তুলি।
৩. সবাইকে খুশি করার চেষ্টা বাদ দিয়েছি। এটা অসম্ভব কাজ।
৪. অতীত ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাদ দিয়েছি। বর্তমান সুন্দর হলে অতীত ও ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে।
৫. দুশ্চিন্তা বাদ দিয়েছি। যা আমাদের হাতে নেই তা নিয়ে দুশ্চিন্তা করা নিছক বোকামি ছাড়া কিছু নয়।
৬. নিজেকে অগ্রাহ্য করা বাদ দিয়েছি। সবক্ষেত্রেই নিজেকে প্রথম অগ্রাধিকার দিই।
কারণ পৃথিবীতে একমাত্র আপনি-ই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। অন্য প্রতিটা সম্পর্কের মূল্য বা চাহিদা আছে। আমাদের এগুলো পূরণ করতে হয় নয়তো সম্পর্কগুলো ফিকে হয়ে পড়ে।
৭. অন্য কারও জন্য নিজেকে বদলানো বাদ দিয়েছি। যতক্ষণ না আমার নিজের মনে হয়েছে আমি ভুল করছি।
৮. কারও মন রাখার খাতিরে হ্যাঁ বলা বাদ দিয়েছি। দেখা যাবে, যাদের জন্য আপনি নিজস্বতা বিসর্জন করেছেন তারা সময়ের অতলে হারিয়ে গেছে।
৯. তর্কে জড়ানো বাদ দিয়েছি। এমনকি আমি সঠিক হলেও।
১০. অন্যের চোখে নিজেকে সঠিক প্রমাণের চেষ্টা বাদ দিয়েছি। সবকিছু বোঝার ক্ষমতা সবার থাকে না।
পাত্রে তার ধারণ ক্ষমতা অনুযায়ী পানি ধরে। এরচেয়ে বেশি দিলে উপচে পড়ে যাবে।