আপনি আমাকে জীবনের সেরা উপদেশটি দেবেন কি, যা সারা জীবন প্রয়োজন পরবে?
আপনি আমাকে জীবনের সেরা উপদেশটি দেবেন কি, যা সারা জীবন প্রয়োজন পরবে?
১. টাকার রোজগারের পিছনের দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটেছে
২. নিজের কথা নিজের ভিতরের গোপন রাখবেন, মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভিতরের থাকবে ততক্ষণ আপনি নিরাপদ
৩. কোন কাজকে ছোট মনে করবেন না,উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না
৪. একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায় আর চেষ্টা করবেন বোঝা হয়ে উঠার আগেই সরে আসতে
৫. কাউকে ভালবাসলে কিংবা কাউকে ভাল লাগলে তার ভাল দিক এবং খারাপ দিক দুটোকেই ভালবাসতে শিখবেন,আপনি তার ভালটাকে ভালবাসবেন আর তার খারাপটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না
৬. জীবনের বন্ধবান্ধবদের উপর কম বিশ্বাস করবেন অনেকসময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈষার চোখে দেখবে
৭. চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহল জায়গায় এরিয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন
৮. ধর্মান্ধ হবেন না,ধর্ম আপনার অন্তরের থাকুক, সবসময় মনে রাখবেন ধর্ম আপনাকে নীতিবান করতে সাহায্য করবে কিন্তু আপনাকে কন্ট্রোল করবে বাস্তবতা
৯. ফেসবুকের কারো সাথে কমেন্টের তর্কতর্কি করবেন না সেখানে তর্কতর্কি করাটা একধরনের বোকামী কারণ ফেসবুক হলো বর্তমান সময়ের ইন্টারনেটের পায়খানা
১০. আপনাকে যারা ভালবাসের তাদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন
১১. মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়
১২.বই পড়ার অভ্যাস করবেন কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক