আপনি আমাকে জীবনের সেরা উপদেশটি দেবেন কি, যা সারা জীবন প্রয়োজন পরবে?
আপনি আমাকে জীবনের সেরা উপদেশটি দেবেন কি, যা সারা জীবন প্রয়োজন পরবে?
Add Comment
- প্রতি সপ্তাহে সেবা এক্সওয়াইজেড থেকে ফোনের মুক্তি নেই। আমি এবছরের জুলাই মাসে নতুন একটি কাজ করি। কল সেন্টার থেকে ফোন করলে জানাই আমি আগামী দুমাস ঢাকায় নেই। আপনি আমাকে দুমাস পরে কল দেন। আমি সেপ্টেম্বরে আবার কল পাই। তখন আবার বলি, আমি আগামী ১ মাস ঢাকায় নাই। অক্টোবরে আবার কল পাই। এভাবে কালক্ষেপণ করার সুবিধা হচ্ছে, প্রতি সপ্তাহে ৩-৪বার কল পাওয়ার চেয়ে প্রতি মাস অন্তর কম কল আসছে।
- প্রতিদিন সকালে মাত্র ১ ঘণ্টা আগে ঘুম থেকে ওঠার কারণে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমি ১২০টার বেশি বিজ্ঞান বিষয়ক লেখার সময় পেয়েছি। দিনের ওই ১ ঘণ্টাই সারা দিনের সব কাজ গোছাতে এনাফ।
- জীবনে ২টা জিনিষ আমাকে ২০২৩ মনে করিয়েছে আরেকবার। জীবনে কিছু মানুষকে বটগাছ হিসেবে ধরে রাখলে বিপদে আপদে, সুসময়ে পরামর্শ দিয়ে বাতিঘর হিসেবে পাওয়া যায়। আমাকেই নৌকা চালাতে হবে, বাতিঘরের দরকার পথ চেনার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, অন্য মানুষের দিকে অপেক্ষা না করে নিজের দুনিয়া সাজানোর মধ্যে মজা আর চ্যালেঞ্জ বেশি।