আপনি কিভাবে ব্যক্তিগতভাবে একজন স্মার্ট ব্যক্তিকে অনুসরণ করবেন?
আপনি কিভাবে ব্যক্তিগতভাবে একজন স্মার্ট ব্যক্তিকে অনুসরণ করবেন?
উত্তর দেয়ার আগে চলুন কিছু প্রশ্নের উত্তর খুজি।
স্মার্টনেস কি?
আসলে স্মার্টনেস জিনিসটা কি। কিভাবে চলাফেরা করলে কিভাবে কথা বললে আমরা তাকে স্মার্ট ব্যক্তি বলব। আসলে স্মার্টনেস এর কোন সংগা নেই। এর নিদিষ্ট কোন বিষয় বস্থু ও নেই। কারন এটা পরিবর্তিত হয়, সমাজ, দেশ, সময় কাল পাত্র ভেদে। যেমন এখনে মানে বাংলাদেশে যে বিষয় টা স্মার্টনেস অন্য দেশে সেটা নাও হতে পারে উলটো সেটা ক্ষ্যাত মনে হতে পারে। এবং এটা অনেক টা ব্যক্তিগত চিন্তা চেতনার উপর নির্ভরশীল। আপনার কাছে যে কাজ টা স্মার্ট মনে হচ্ছে আমার কাছে নাও হতে পারে। আপনার কাছে পরিপাটি পোশাক হয়ত স্মার্টনেস আমার কাছে সুন্নতি পোশাক টা স্মার্টনেস। আপনার কাছে বাংলার মধ্যে ইংলিশ মিক্স করে কথা বলাটা স্মার্টনেস আমার কাছে শুদ্ধ বাংলা বলাটা স্মার্টনেস। তাই বুজতেই পারছেন বেপারটা। আসলে মুলত স্মার্টনেস হচ্ছে ইন্টারনাল ব্যপার। ভিতর এর সুস্থ সুন্দর চিন্তা চেতনা। গুছিয়ে পরিকল্পনা করে সঠিক ভাবে কাজ করা। পরিবার ও আশেপাশের মানুষ গুলোর সাথে ভাল আচরন এসবি আসলে স্মার্টনেস।
স্মার্ট কারা???
যেহেতু স্মার্টনেস এর কোন সংগা নেই। তাই আসলে স্মার্ট কারা তাদের শ্রেনী বিন্যাস করাও কঠিন। কারন তো ওই বললাম। আপনার কাছে যেটা স্মার্টনেস আমার কাছে নাও হতে পারে। আমেরিকায় জরিয়ে ধরে চুপ খাওয়াটা স্মার্টনেস বাট আমাদের দেশে তা অন্যায়।
আপনি ব্যক্তিগত ভাবে কিভাবে একজন স্মার্ট ব্যক্তিকে অনুশরন করবেন??
এখন কথা হল আপনার কাছে যে ব্যক্তিটা স্মার্ট আপনার মতাদর্শ অনুজায়ি৷ তাকে আপনি ভাল করে দেখুন৷ পরখ করুন। তিনি কিভাবে কথা বলে তিনি কোন কাজে কিভাবে সিধান্ত নেয়। তিনি অন্যদের সাথে কেমন আচরন করে। সে গুল নোট করুন আর নিজের মাঝে এপ্লাই করুন।
আর সত্যিকার অর্থেই যদি আপনি স্মার্ট হতে চান তাহলে এই বইটা পরতে পারেন