আপনি কি জানেন, আপনি জীবনে খুব দেরীতে কী শিখলেন?
আপনি কি জানেন, আপনি জীবনে খুব দেরীতে কী শিখলেন?
Add Comment
- দায়িত্ববোধের বিষয়টা কিছুটা হলেও মাথায় গেছে। আগে মনে হতো চাকরী পেলেই গেমিং পিসি, টেলিস্কোপ, ক্যামেরা আরও কতকিছু কিনবো তার হিসাব নেই। এখন জানি চাকরী পাবার পর আমি আর আমার থাকবো না।
- বাবা-মা আমাদের জন্য বিশাল এক আশীর্বাদ- এই সহজ কথাটা বুঝতেই তো ২ যুগ পার করে ফেলেছি।
- বন্ধু- খুবই ছোটোখাটো আর বহুল ব্যবহৃত শব্দ হলেও বাস্তবে খুঁজে পাওয়া মুশকিল। শ’খানেক বন্ধু থাকাটাও একটা বিলাসিতা।
- বই আসলে মুখস্ত করার জিনিস নয়, মন থেকে অনুভব করার জিনিস।
- বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
- অর্থ যতোই অনর্থের কারন হোক না কেন বেঁচে থাকতে এইটির যথেষ্ট প্রয়োজন।
- একসময় মনে হতো আমি হয়তো অমূল্য। এখন মনে হয় একটা মূল্যমান আছে যা আমার কাজের দ্বারা নির্ধারিত।
- কেউ একজন আমাকে কষ্ট দিয়েছে, মানে দাঁড়ালো ঐ মানুষটার থেকে আমার যা চাওয়া ছিল সেই চাওয়ার হিসেবটা সে পূরণ করতে পারেনি। একজন মানুষের থেকে কিছু পাবার আশা যতোটা কমিয়ে আনতে পারি ততোটাই ভালো, ততোই কষ্ট কম পাবো, মনও ভালো থাকবে।
- দুই নৌকাতে পা দিয়ে ক্ষণিকের জন্য ভাবসাব দেখানো গেলেও টিকে থাকা মুশকিল।
- হুটহাট রেগে যাওয়াটা মোটেও ভালো কাজ নয়। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মধ্যেই প্রকৃত সার্থকতা।
- কাজের মধ্যে আনন্দ খুঁজে পেলে সেই কাজকে আর বিরক্তিকর বলে মনে হয়না। প্রতিদিনের সমস্ত কাজের মধ্যেই যে আমি আপনাআপনি আনন্দ খুঁজে পাবো এমনটাও ঠিক নয়। কিন্তু আমি যদি মাথাকে কোন ভাবে বুঝিয়ে দিতে পারি তাহলেই ঝামেলা চুকে গেল।