আপনি কীভাবে বুঝবেন যে সামনের মানুষটা আপনাকে ভালোবাসে?
আপনি কীভাবে বুঝবেন যে সামনের মানুষটা আপনাকে ভালোবাসে?
ভালোবাসা একটা অদ্ভুত অনুভূতি,আর তা আমি উপলব্ধি করেছি ,আর সেই অভিজ্ঞতা থেকে আমি কিছু বলছি,কাউকেভালবাসলে নিজের মন খুব চঞ্চল ওঅস্থির ভাব লাগে।ভালোবাসার মানুষকে দেখলে খুব লজ্জা বোধ লাগে,ঠিকবলতে নিজেকে খুব লাজুক লাগে।সে আপনাকে বারবার দেখতে চাইবে,কিন্তু চোখে চোখ পড়লেই,চোখ সরিয়ে নেবে।
তোমার কথা সারাক্ষণ ভাবতে থাকব,কিন্তু মুখে সে কিছু বলতে পারবে না।চোখ হলো মনের আয়না,আর তুমি সেই মানুষটির চোখের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারো,যে সে তোমাকে ভালবাসে,না ভালবাসেনা।
প্রকৃত অর্থে সত্যিকারের ভালোবাসাখুব সহজে বলা যায় না,কেউ যদি বলে দেয় খুব সহজেই যে আমি তোমাকে ভালোবাসি,তবে সেটা ভালোবাসা নয়, ভালোলাগা।
সবকিছুর জন্য ধৈর্যধরতে হয়,বা সময়ের অপেক্ষা করতে হয়।আর ভালোবাসা হলো ঈশ্বরের দান।ঈশ্বর চাইলে ঠিক তুমি তোমার ভালবাসার মানুষটিকে বুঝতে পারবে।