আপনি কোন উপদেশগুলো শেয়ার করতে চান?
আপনি কোন উপদেশগুলো শেয়ার করতে চান?
Add Comment
- কাউকে কখনো তথাকথিত উপদেশ দিতে যাবেন না।
- কাউকে কখনো সেরা ভাববেন না।কারণ সেরারও সেরা আছে।
- কাউকে কখনো ছোট এবং দুর্বল ভাববেন না।কারণ সেও একদিন শক্তিশালী হতে পারে।
- কোন কিছুকে ভয় পাবেন না।জয়ী হতে হলে আপনাকে সাহসী হতে হবে।
- কখনো কাউকে ব্যক্তিগতভাবে ঘাঁটাতে যাবেন না।ঘাঁটাতে হলে সামষ্টিকভাবে ঘাঁটান।
- সুশীল এবং সুবিধাভোগীদের সান্নিধ্য পরিহার করুন।
- কাউকে তার বাহ্যিক সৌন্দর্য দিয়ে ভুলেও জাজ করতে যাবেন না।
- প্রত্যাশাকে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। অর্থাৎ কারো কাছ থেকে কোন কিছু প্রত্যাশা করা যাবে না।
- গা বাঁচিয়ে চলা লোকদের জীবন থেকে মাইনাস ও পরিহার করুন।