আপনি কোন কথাগুলি শুনতে শুনতে ক্লান্ত?
আপনি কোন কথাগুলি শুনতে শুনতে ক্লান্ত?
ক্লান্ত! আমি ক্লান্ত! আর পারছি না!
আমরা কেন সবাইকে “সাধারণ” করে কথা বলি?
আচ্ছা, আমার গ্রামের অনেক ছেলে বখাটে। এর মানে কী এই গ্রামে কোনো ভালো ছেলে নাই? কেন গ্রামের নামে দোষ দিচ্ছ ভাই??
“উমুক স্কুলের এক মেয়ে সিগারেট খেতে গিয়ে ধরা পড়েছে। ওই স্কুল ভালো না।”
কেন ভাই?? স্কুলের বাকি ৯৯% শিক্ষার্থী কী দোষ করলো??
আজ দিনশেষে যখন একজনের একটা লেখায় দেখি, “এই অমানুষের দেশে মেয়েদের কোনো নিরাপত্তা নাই।”
কেন ভাই? গুটি কয়েক অসাধু লোকের জন্য দেশটাই অমানুষের বানিয়ে দিলে?
হ্যাঁ, আজ আমি সত্যিই খুব ক্লান্ত এসব কথা শুনতে শুনতে। আমরা স্বল্পসংখ্যক লোকের কারণে সবাইকে “সাধারণ” করে কেন দোষ দেই? “সাধারণ” করে কেন মাপি?
বরং আমাদের উচিত, সমস্যাটি সমাধানের চিন্তা করা। পরিকল্পনা করা, যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, সমাজের সচেতন সবাইকে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
Please,