আপনি জানেন এমন সবচেয়ে বড় চমকে দেয়া তথ্য কোনটি?
আপনি জানেন এমন সবচেয়ে বড় চমকে দেয়া তথ্য কোনটি?
আমি এই মুহূর্তে যে চমকে দেওয়ার মত তথ্যটি দিতে যাচ্ছি,সেটি আপনারা অনেকে জানেন ও এই বিষয়ে সচেতন ও হয়েছেন।আর সেটি আর কিছুই নয় ‘জলের অপচয়’।
আমরা ছোটবেলা থেকে জেনে আসছি ,শুনে আসছি এবং পড়েও আসছি যে “জলের অপর নাম জীবন”।জল ছাড়া মানুষের ও পশুপাখির জীবন যে বিপন্ন সেটি প্রতিটি পদক্ষেপ এ আমরা প্রত্যক্ষ করছি।আর সবচাইতে বড়ো বিষয় হলো ,জল ছাড়া প্রকৃতি ,পরিবেশ কিরকম হবে কোনোদিন ভেবে দেখেছেন? আমি আপনাকে ভাবতে সাহায্য করছি ,ভাবুন পৃথিবিতে মাটির নিচে যে জলের লেয়ার রয়েছে তা আর কিছুদিনের মধ্যে শেষ হতে চলেছে।আর জল মাটির নিচ থেকে পাম্পের মাধ্যমে তোলা সরকারি ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আমি শুধুমাত্র এটুকু বললাম আপনি চোখ টা বন্ধ করে ভাবুন দুমিনিটের জন্য।আজ আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি কিন্তু কয়েক যুগ পরে এরকমই হতে চলেছে।যে সময় পানীয় জল পাওয়া দুর্বিষহ হয়ে উঠবে।
তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে ,আমাদেরই পদক্ষেপ নিতে হবে কিভাবে জলের অপচয় বন্ধ করা যায়।
এখানে জল কিভাবে অপচয় হয় তার একটা ধারণা দেওয়া হলো:
- একজন মানুষ দিনে প্রায় ২০০ থেকে ২৫০ লিটার জল খরচ করে।(তাহলে পুরো পরিবারের কথা ভাবুন)
- একজন মানুষের একবার টয়লেট ফ্ল্যাশ করতে এবং সঙ্গে হাত পা ধুতে ৪থেকে৬ লিটার জল খরচ হয়।(তাহলে যদি দিনে দুই থেকে তিনবার টয়লেট যাওয়া যায়?)
- একটা পরিবারের প্রতিদিন রান্নার কাজ ও বাসন মাজার জন্য প্রায় ২০ লিটার জল খরচ হয়।
একজন সাধারণ মানুষ স্নান করার জন্য ৩৫ থেকে ৪০ লিটার জল খরচ করেন।একটি বাথটাব সম্পূর্ণ করতে প্রায় ৪০ লিটার জলের প্রয়োজন হয়।(তাহলে পুরো পরিবার যদি স্নান করে?)
এখন কথা হলো আপনি কি প্রতিদিন স্নান করা ছেড়ে দেবেন।বা খাবার কম খাবেন।নাকি বাথরুমে জল ই ব্যাবহার করবেন না । বিষয়টা এরকম নয় ।আপনি শুধুমাত্র যে পানিও জল ব্যাবহার করেন সেটির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন খেয়াল রাখুন আর চেষ্টা করুন যেনো অপচয় না হয়।তবে শুধু পানীও জল নয় সমস্ত প্রকারের জলকে অপচয়ের হাত থেকে রক্ষা করুন ।
আমাদের পরিবেশ ,আমাদের দেশ, আমাদের জীবন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে জলের অপচয় কে বন্ধ করুন।
সুস্থ থাকুন সুস্থ রাখুন।আর বেশি বেশি জল খান।
বি: দ্র: বেশি জল খেলে জলের অপচয় হয় না।😊😊
ধন্যবাদ দীপক কুমার দাস কে।
এবং আপনাকে ও ধন্যবাদ ধৈর্য সহকারে পড়ার জন্য।
জল বাঁচাতে অন্যকেও উৎসাহিত করুন শেয়ার করার মাধ্যমে।