আপনি জীবনে কোন ৭ টি নিয়ম সব সময় মেনে চলেন?
আপনি জীবনে কোন ৭ টি নিয়ম সব সময় মেনে চলেন?
আমার অনুসরণ করা নিয়মগুলি হলো-
১) জীবনে করা কোনো ভুল এর দ্বিতীয় বার পুনরাবৃত্তি করা আমার পছন্দ নয়।
২) একই কথা বারংবার বলা বা শোনা আমার ভালো লাগে না।
৩) মিথ্যা বলা একেবারেই সহ্য হয় না।
৪) অপ্রয়োজনীয় খরচ থেকে এড়িয়ে যাই।
৫) বিনা প্রশ্নে কোনো কিছু মেনে নিতে পারি না।
৬) মেয়েদের অধিকার সম্পর্কে আলোচনায় অনুরাগী।
৭) রাজনীতি নিয়ে আলোচনা এবং তর্ক বিতর্ক না করে একদম থাকতে পারি না।
৮) জীবনে এইরকম দিন একটিও কাটেনি যে সংবাদপত্র পড়া হইনি এবং
৯) সর্বশেষ হল,
গান এটার নেশায় একেবারে নিমজ্জিত হয়েছি।
তা মশাই এই গেল আপনার প্রশ্নের মসৃন উত্তর। এবার লেখিকার কটি কথা শুনুন দেখি-
আচ্ছা, জীবনে আমরা কিছু নিয়ম কেন মেনে চলি?
কারণ আমরা সেগুলো কে ভালোবাসি বলে।
তা বলি এই তালিকায় শুধু ভালো নিয়ম থাকবে তা কী করে সম্ভব?
খারাপ কটা বলি
১) মোবাইল ফোন ছাড়া চোখে অন্ধকার দেখি ।
২) সকালে ঘুম থেকে উঠতে একদম ভাল লাগে না।
৩)রাতে দেরি করে ঘুমানো ভারী পছন্দের।
তিনটি যথেষ্ট।