আপনি জীবনে খুব দেরিতে কী শিখেছেন?
আপনি জীবনে খুব দেরিতে কী শিখেছেন?
Add Comment
- বাবা ঠিক বলেছিল, খরচ করার আগে জমানো উচিত।
- তোমার কাজের পুরস্কার কখনোই স্বর্গে গিয়ে পাবে না। কেবল অলসরাই বলে স্বর্গে গিয়ে পাবে।
- জীবন আসলেই খুব ছোট। পাশাপাশি কোনকিছুই স্থির না।
- অর্থই সব নষ্টের গোড়া এমনটা না। বরং তো টাকার অভাবই সব খারাপের মূল।
- নিজের ক্ষতি করে কখনোই অন্যের উন্নতি করতে যেও না।
- সবাই তোমাকে ভালবাসবে এরকম চিন্তা করো না। জীবনে সফল হতে শত্রু/সমালোচক থাকা জরুরী।
- এমন কিছু খুঁজে বের করো- যেখান থেকে তুমি কিছু শিখতে পারবে। সামনে এগিয়ে যেতে পারবে। ব্যথার সময় যা তোমাকে মলমের মত উপকার করবে।
- নেটওয়ার্কিং- খুব গুরুত্বপূর্ণ। কাউকে কখনো ছোট করে দেখা উচিত না।
- ধর্ম-রাজনীতি যা অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইডের মত গুরুত্বপূর্ণ, জাতির উন্নতিও যেমন করে, আবার ধ্বংসও করে।
- অর্থের বিনিময়ে কখনোই সুযোগ নেয়া উচিত না। দেখো, যে স্কুলে তুমি ফ্রিতে পড়াশোনা করছো, কিন্তু তোমার ঐ স্কুল পছন্দ হচ্ছে না। অথচ অন্য কোন বাচ্চার স্বপ্ন থাকে ঐ স্কুলে পড়ার।
- কানের জন্যে, মনের জন্যে ক্ল্যাসিক্যাল মিউজিক সবসময়ই উপকারী।
- যত পারো বই পড়ো। সবাই ছেড়ে গেলেও, একমাত্র জ্ঞান তোমাকে কখনোই ছেড়ে যাবে না।
- বাবা-মা সবসময় সন্তানের ভাল চায়।