আপনি জীবনে খুব দেরিতে কী শিখেছেন?
আপনি জীবনে খুব দেরিতে কী শিখেছেন?
কতো কিছুই যে দেরীতে শিখলাম তার ঠিক নেই! যেমন —১) পড়াশোনা করার সময় স্বার্থপর হতে হবে!২) সকলের সঙ্গে বন্ধুত্বের অভিনয় করলেও সবাই কে প্রতিদ্বন্দ্বি ভাবতে হবে।৩) যেন তেন প্রকারেন জীবনে অর্থ রোজগার করে স্বাবলম্বী হতে হবে।৪) নিজের পায়ে না দাঁড়িয়ে কাউকে সাহায্য করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়।৫) সংযত জীবন যাপন এবং সৎ চরিত্রের নিজের কাছে ছাড়া কারোর কাছে কোনো দাম নেই।৬) ধার্মিক হওয়া যথেষ্ট নয়, ধর্মান্ধ ও পরধর্ম বিদ্বেষী হতে হবে।৭) সময় মতো বিয়ে করে ছেলেমেয়ে বড়ো করে, সংসার গুছিয়ে নিয়ে আদর্শের বুলি ঝাড়া উচিত।৮) পরের জন্য স্বার্থ ত্যাগ করে আখেরে কোনো লাভ নেই।৯) একচুয়াল ও ভার্চুয়াল জীবনের মধ্যে কোনো সম্পর্ক নেই।১০) সব সামাজিক মাধ্যম ই শেষ পর্যন্ত জ্ঞানার্জনের জায়গা না হয়ে সদস্যদের গোপন এজেন্ডা প্রচারের মঞ্চ হয়ে ওঠে!আরো হয়তো আছে, এই মূহুর্তে এই কয়টি ই মনে পড়লো।