আপনি জীবনে খুব দেরিতে কী শিখেছেন?
আপনি জীবনে খুব দেরিতে কী শিখেছেন?
Add Comment
- কোন মানুষের জীবনের অগ্রাধিকারের লিস্টে আপনার অবস্থান তার প্রয়োজন অনুসারে।
- নিজেকে কোন ‘অপশন’ হিসেবে ভাবা বন্ধ করুন, নিজের অগ্রাধিকার লিস্টের প্রথম স্থানটি যেন আপনারই হয়।
- কোন কিছুরই কমতি নেই আপনার মধ্যে। কোন কিছু শুরু করার জন্য “১০০ টা ইউটিউব ভিডিও বসে বসে দেখি, ৩০ খানা পিডিএফ খতম করি,হেন ডিগ্রির পড়া শুরু করি” এগুলোর কোন প্রয়োজন নেই আপনার।
- বন্ধুরা ক্ষণস্থায়ী, জীবনের একটা সময়ে এসে সব বন্ধুই শুধু “যোগাযোগ” কিংবা ‘পরিচিত’র কাতারে পরে যায়।
- কোরাতে কোন উত্তর লেখার আগে সবার উত্তর পড়ে শেষ করার কোন দরকার নেই।
- তার কাছে কখনো উপদেশ চাইতে যাবেন না, যে নিজে কখনো ওই পরিস্থিতির সম্মুখীন হয় নি।
- জবাবদিহিতা করবেন, তবে তা শুধু আপনার প্রিয় মানুষের কাছেই।
- মানুষ আপনাকে বিচার করে, তার নিজের সৃষ্টি করা কোন মানদন্ড থেকে।
- নিশ্চুপ থাকাই অসহ্যকর মানুষদের জন্য শ্রেষ্ঠ উত্তর। তার এই অজ্ঞতাই আপনার প্রতিশোধ।
- নিজের লক্ষ্য কাউকে বলবেন না, যতক্ষন না আপনি সেটা অর্জন করছেন।
- যদি প্রচলিত নিয়মের বিপরীতে যেতে হয়, মনোবল হারাবেন না কখনো।
- নিজের অবস্থানে দৃঢ় হতে শিখুন, সেটা আপনার পরিবারের বিরুদ্ধে গিয়ে হলেও।
- যেকোনো মূল্যেই হোক না কেন…… অন্য কাউকে আপনাকে অপমান করার কোন সুযোগ দেবেন না।
- আপনি যেখানে এই মুহূর্তে আছেন, সেখান থেকেই যাত্রা শুরু করুন। আর, সেখানে গিয়েই ইতি টানবেন যেখানে পৌছানো আপনার স্বপ্ন ছিল।
- সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর ভরসা রাখুন। একমাত্র উনিই আপনাকে নিস্বার্থভাবে ভালোবাসেন। যেকোনো পরিস্থিতিই আসুক না কেন, উনি সবসময় আছেন আপনার সাথে।
- সাহায্য চাইতে ভুলবেন না ।