আপনি জীবনে খুব দেরিতে কী শিখেছেন?
আপনি জীবনে খুব দেরিতে কী শিখেছেন?
জীবনে চলার পথে এমন অনেকেই বলে থাকেন,
টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না।
কথাটি নিখাদ মিথ্যা।
আমার মনে হয় জীবনের একটি পর্যায়ে দাঁড়িয়ে মানুষ নিজের জন্য সুখ খোঁজে না। তার পরিবারের সকল সদস্যদের সুখের মধ্যেই, আনন্দের মধ্যেই সে নিজের আনন্দ খুঁজে পায়।
নিজের পরিবারে যদি কেউ কষ্টে থাকে তাহলে সেটা তারও কষ্ট হয়ে দাঁড়ায়।
আপনি ভাবুন, টাকা পয়সা থাকলে আপনার পিতা-মাতাকে কোন অসুস্থতা ছুঁতে পারবেনা। তারা শারীরিকভাবে সুস্থ থাকবে।
পয়সা থাকলে আপনি নিজে শান্তিতে থাকবেন, এবং আপনার শান্তিতেই আপনার পিতা-মাতার সুখ। একটি পরিবারের সবাই সুখী। আপনার সন্তান ভালো স্কুলে পড়তে পারবে। প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সন্তানকে আপনি হাতের কাছে এনে দিতে পারবেন নিমেষেই।
এর থেকে বেশি আর কি চায়?
পয়সা থাকলে বিপদের সময় আপনার আত্মীয়-স্বজনরাও আপনার কাছে থাকবে। কারণ সেই স্বার্থান্বেষী আত্মীয়-স্বজনরা জানে এখন আপনাকে সাহায্য করলে পরবর্তীতে আপনিও তাদের টাকা দিয়ে সাহায্য করবেন, যেহেতু আপনার টাকা পয়সার অভাব নেই।
কিন্তু আজ আপনি গরিব হলে , বিপদের সময় কাউকে পাশে পাবেন না। কারণ তারা জানে গরীবকে সাহায্য করে কোনো লাভ নেই । কেউ এসে জিজ্ঞেস করবে না-
“তোর বাবার অপারেশনে কিছু সাহায্য লাগলে বলিস। আমি থাকতে তোদের কোন ভয় নেই।”
এই একটুখানি কথা শোনার জন্য, এইটুকু আশা দেওয়ার জন্য আপনার পাশে কেউ থাকবে না।
তাই চেষ্টা করুন ধনী হওয়ার, সম্পদের দিক থেকেও আবার মনের দিক থেকেও।