আপনি নিজে মেনে চলেন এমন কিছু উপদেশ দেবেন কি?
আপনি নিজে মেনে চলেন এমন কিছু উপদেশ দেবেন কি?
Add Comment
- সকালে খালি পেটে আগে দুই গ্লাস পানি পান করি। এটা পেট পরিষ্কার করে এবং গ্যাস্ট্রিকের জন্যও ভালো।
- রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাই, সকালে ভোরে উঠি। বর্তমান তরুণ প্রজন্মের সবাই দেরীতে শুতে অভ্যস্ত। এটা খুব খারাপ অভ্যাস।
- মেডিটেশন বা ধ্যান, ব্যায়াম করি। এটি মানসিক ও শরীর স্বাস্থ্যের জন্য ভালো। হাঁটা ও দৌঁড়ানোও ব্যায়াম।
- সকালে স্বাস্থ্যকর ভরপেট নাশতা করি। এটা খুব দরকার ও উপকারী।
- পরনিন্দা করি না। এসব খারাপ অভ্যাস যথাসম্ভব এড়িয়ে চলি।
- কারো সম্পর্কে অতি আগ্রহ প্রকাশ করি না। কেউ করলে তুলনামূলক কম প্রাধান্য পায়।
- কারো বয়স ও বেতন এগুলো জিজ্ঞেস করি না। এটা খুব খারাপ অভ্যাস। যদি কেউ বলে তাদের এড়িয়ে চলি।
- রাতে ভারী কাজ রাখি না। আগের দিনের কাজ টু-ডু লিস্ট আকারে লিখে রাখি।
- সবকিছু ইতিবাচক ভাবে নিই। আমাদের দৃষ্টিভঙ্গি মনের উপর খুব প্রভাব ফেলে।
- অহেতুক অপ্রয়োজনীয় বই পড়ি না, বই আমাদের মনন গঠনে বড় একটা প্রভাব রাখে।
- ঘুমানোর ২ ঘন্টা আগে ফোন রেখে দিই। ফোনের ব্লু লাইট ঘুমে বাধা দেয়।
- ঘুমানোর আগে বই পড়ি এতে। ঘুমাতে সাহায্য হয়।