আপনি নিজে মেনে চলেন এমন কিছু উপদেশ দেবেন কি?
আপনি নিজে মেনে চলেন এমন কিছু উপদেশ দেবেন কি?
উপদেশ দিতে চাই না আপনাকে।হ্যাঁ আমি মেনে চলি এমন কিছু বলতেছি👇👇👇।
•সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠার চেষ্টা করি, যাতে ফজর নামাজটা কাযা না হয়।
[আমার ব্যাক্তিগত মতামতঃআমার মনে ফজর নামাজ পড়লে আমার পূরা দিনটা অনেক ভাল কাটে আলহামদুলিল্লাহ আর যেইদিন আমি ফজর নামাজ পড়ি না ওইদিন টা আমার এলোমেলো হয়ে যায়]
•মন খারাপ হলে দু’রাকাত নফল নামাজ পড়ি।
•প্রতিদিন সকালে হাঁটার চেষ্টা করি। সকালে হাঁটা আমাদের প্রত্যেকের জন্য অনেক উপকারী।
•সময়ের কাজ সময়ে করার চেষ্টা করি।কারণ সময়ের কাজ সময়ে না করলে কাজটা আর করা হয়ে উঠে না,কাল করবো কাল করবো এই বলে বলে দিন চলে যায়।
•আম্মুর প্রত্যেকটি কথা মেনে চলার চেষ্টা করি।
[আমার মতামতঃআমি যদি আম্মুর একটা কথায় না শুনি আমার সব কাজ এলোমেলো হয়ে যায় আর আম্মুর কথা শুনে করলে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক থাকে]
•অসহায়দের সাহায্য করার চেষ্টা করি।
•খারাপ সঙ্গীদের ইগনোর করি।নিজের থেকে ওদের সাথে কিছু বলতে যায় নাহ।
•কে কি বললো তাতে কান দেই নাহ।আমার কাজ আমি করে যায়।
[কে কে বললো তাতে যদি কান দেন তো জীবনেও সফল হতে পারবেন নাহ।তাই মানুষের কথায় কান না দিয়ে–ই এগিয়ে যান]
•রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি।
[কিন্তু তাড়াতাড়ি ঘুমাতে পারি নাহ।তবুও চেষ্টা করি।চেষ্টা করলে ক্ষতি কি?]
•কাউকে কোন কাজ করতে দেখলে তাকে উৎসাহিত করার চেষ্টা করি। যাতে সে আরো ভালভাবে কাজটি করতে পারে।
ধন্যবাদ।