আপনি বড় হওয়ার সাথে সাথে কী কী লক্ষ্য করেছেন?
আপনি বড় হওয়ার সাথে সাথে কী কী লক্ষ্য করেছেন?
Add Comment
- মূর্খদের সাথে একদম কথা বলতে নেই, ওদের সাথে কোনো সম্পর্ক না রাখা-ই উত্তম।
- দুনিয়ায় বন্ধু, আত্নীয় বলতে কিচ্ছু নাই। নিজেই নিজের বন্ধু, আত্নীয়।
- ব্যাক্তিগত ব্যর্থতা ও সাফল্যের কথা পরিচিতদের বলা অনুচিত।
- টাকা ইনকাম করতে না পারলে একটা সময় পরিবারও আপনাকে সহ্য করতে পারবে না।
- ব্যর্থতাই সফলতার মূল শক্তি। ব্যর্থ হওয়া মানে সফল হওয়ার পথে এগিয়ে যাওয়া।
- টাকা-পয়সা ধার করতে নেই, এতে সম্মান কমে যায়। বাকিতে কিছু করতে নেই।
- ইন্ট্রোভার্টদের সবাই পাগল বলে, তবে ওরাই আসল মানুষ।
- ভালো ভার্সিটিতে পড়লেই ভালো চাকরি, সফল হওয়া যায় না; দক্ষতা থাকতে হয়।
- নিজের গোপন সম্পর্ক, পারিবারিক বিষয়, পরবর্তী পদক্ষেপ, লক্ষ্যের কথা কাউকে বলতে নেই।
- নিজের ভিতরের কষ্টগুলো নিজের ভিতরেই পুষে রাখতে হয়, কারণ অন্যের কথা শোনাতে কেউ আগ্রহ দেখায় না, সবাই শুধু বলতে চাই। তাই শুনতে হয় কথা, বলতে নেই। একদম চুপ।