আপনি মানুষকে কী বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়েছেন?

    আপনি মানুষকে কী বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়েছেন?

    Add Comment
    1 Answer(s)

      অনেক কিছুই যেমন –

      • শিক্ষিত হওয়া আর প্রকৃত মানুষ হওয়া এক জিনিস নয়।
      • গেরুয়া পড়লেই সাধু নন, বরং বেশিরভাগই ব্যবসায়ী। ত্যাগের সাথে বহুদূর পর্যন্ত তাদের কোনো সম্পর্ক নেই।
      • ভেজ বিরিয়ানি বলে আসলে কিছু হয় না।
      • লালপাড় সাদা শাড়ী আর বড় মোটা টিপ বাঙালি মহিলাদের “ইউনিফর্ম” নয়।
      • রসগোল্লা আর মিষ্টি দই বাঙালির মিষ্টান্ন প্রীতির একমাত্র উদাহরণ নয়।
      • বাংলার সব রাস্তা হাওড়া ব্রীজে এসে শেষ বা শুরু হয় না।
      • পায়ে হাত দিয়ে প্রণাম করাই সম্মান জানানোর একমাত্র পন্থা নয়।
      • জল আছে বলেই যথেচ্ছ ব্যবহার করার সার্টিফিকেট নয়।
      • ভারতীয় সংবিধানে “মৌলিক অধিকার” আছে বলেই যা খুশি তাই করার স্বাধীনতা নয়।
      • পুরুষ মানেই “পোটেনশিয়াল রেপিস্ট” নয়।
      • সরকারের সমর্থন করলেই “অন্ধ ভক্ত” আর বিরোধিতা করলেই “দেশদ্রোহী” নয়।
      • মহিলারা খোলামেলা পোশাক পড়া মানেই অলিখিত সম্মতি নয়।
      • মিডিয়া ট্রায়ালই একমাত্র বিচার ব্যবস্থা নয়, তার জন্য ভারতীয় সংবিধান অনুযায়ী মহামান্য আদালতই শেষ কথা বলেন।
      • ডাক্তার মানেই ভগবান নন, কেউ কেউ হিপোক্রেটিসের শপথ ভুলে ডাকাত ও হতে রাজি আছেন।
      • সব পুলিশই খারাপ বা ঘুষখোর নন।
      • সেলিব্রেটি প্রার্থী মানেই ভাল রাজনীতি বোঝেন এমনটা নয়।
      • প্রাকৃতিক সবুজায়ন নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু রাজনৈতিক “সবুজায়ন”… ??

      আপাতত এই কটাই থাক।

      ধন্যবাদ।

      Professor Answered 6 days ago.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.