আমাকে আপনি কি পরামর্শ দিতে চান?
আমাকে আপনি কি পরামর্শ দিতে চান?
১. নিজের আত্মবিশ্বাসকে দৃঢ় করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। এতে করে দেখবেন কঠিন কাজও সহজ হয়ে গিয়েছে।
২. নিজের আত্মসম্মানকে দৃঢ় ভাবে প্রতিষ্ঠিত করুন।
৩. সব সময় ন্যায়ের পথে চলুন। সত্যকে অনুসরণ করুন।
৪. কখনো অন্যায় বা পাপ কাজে সহায়তা করবে না।
৫. নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করুন।
৬. সব সময় সকলের সাথে ভালো ব্যবহার করুন।
৭. কখনো কাউকে ছোট করে দেখবেন না।
৮. সকলের অবস্থান ও পরিস্থিতিকে সম্মান করুন
৯. অন্য থেকে কখনো কিছু আশা করবেন না।
১০. কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
১১. জীবনে কখনো কিছু না পেলে আক্ষেপ বা দুঃখ করবেন না। কারণ জীবনে যা হয় আমাদের ভালোর জন্য হয়।
১২. জীবনে খারাপ মানুষ এড়িয়ে চলুন। কারণ সৎ সঙ্গে স্বর্গ বাস ।
১৩. কথা শুনুন বেশি বলুন কম।
১৪. দৈনিক বই পড়ার অভ্যাস করুন। এতে করে আপনি দৈনিক নতুন কিছু জানতে পারবেন
১৫. দৈনিক নতুন কিছু শিক্ষার চেষ্টা করুন।