আমাদেরকে সামাজিকভাবে কেমন হওয়া উচিত?
আমাদেরকে সামাজিকভাবে কেমন হওয়া উচিত?
সমাজে খারাপ লোকদের সাথে খারাপ ব্যবহার না করে, সচেতন মূলক বার্তা দেওয়া।
নিজে কি সমাজকে নষ্ট করতেছেন নাকি সমাজের জন্য ভালো করতেছেন সেটা দেখা শৃঙ্খলা বজায় রেখেছেন না রাখেন নাই।
নিজেকে ভালো এবং সততা সচেতন সমাজের কল্যাণের জন্য সঠিকভাবে কাজ করতে পেরেছেন কিনা সেটা দেখান।
সমাজে আমাদের আবেদন সমূহ।
সমাজের মানুষের সচেতন বৃদ্ধি করা।
সমাজে যার যার জায়গা থেকে যতটুক দায়িত্ব আছে ততটুকু দায়িত্ব পালন করা।
সমাজের নেতা হিসেবে ভালো মানুষ সত্যবাদী এবং সমাজের জন্য কল্যাণ করে এরকম লোক নির্বাচন করা।
সমাজে অন্যায়কারীকে সহযোগিতা না করা।
সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করা।
সমাজের জন্য সবসময় কল্যাণকর কিছু করার চিন্তাভাবনা করা।
সমাজে যারা অসহায় দরিদ্র তাদেরকে সবাই মিলে হেল্প করা, তাদেরকে সহযোগিতা করা।
সমাজে যাতে নেশাখোর জোয়ারও বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখা সবারই দায়িত্ব।
সামাজিক একটা সংগঠন থাকা দরকার যেটা সমাজের জন্য কল্যাণ করে এবং সমাজের জন্য ভালো। সেই সংগঠনের স্বেচ্ছাসেবী হিসেবে সাপ্তাহে একদিন সমাজের জন্য কাজ করা।
সমাজের মানুষের কখনোই খারাপ নেতা এবং খারাপ মানুষের সাপোর্ট না নেওয়া এবং তাদেরকে সহযোগিতা না করা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব।
নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্ন সমাজ গঠন করা।
সমাজে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষতি হয় এরকম কাজ থেকে বিরত থাকা।
সমাজে উন্নয়নমূলক কাজ আসলে সেখান থেকে চাঁদা দাবি করা থেকে বিরত থাকা।
নিজের ইনকাম নিজে করে নিজের পরিবারের দায়িত্ব গ্রহণ করা, অন্যের উপর নির্ভরশীল না হয়ে থাকা।