আমাদের মন খারাপের দিকে বেশি আগ্রহ দেখায় কেন?
আমাদের মন খারাপের দিকে বেশি আগ্রহ দেখায় কেন?
Add Comment
খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি । প্রকৃতির বিবর্তনের নিয়মে কয়েকশো কোটি বছর আগে জীবাণু বা বীজানু রূপে যে প্রাণীর জীবন শুরু হয়েছিল কম বেশি 84 লক্ষ্ বিভিন্ন শরীরের অভিজ্ঞতা সঞ্চয় করে সে কোনো সময় মানুষের শরীর লাভ করে । আজও এই প্রাকৃতিক বিবর্তন চলছে । প্রাথমিক ভাবে , মানব শরীর পেলেও তার পুরনো পাশবিক সংস্কৃতি বা অভ্যাস বেশি থাকে । স্বামী বিবেকানন্দ সাহস করে বলছিলেন অধিকাংশ মানুষ পশু থেকে অল্প উন্নত । বহু মানব জন্ম ভাল কাজ করে নানা শিক্ষার মাধ্যমে তার আগ্রহ “ভালোর” দিকে যায় । সেই জন্য অধিকাংশ মানুষের “খারাপের” দিকে বেশি আগ্রহ । সঠিক শিক্ষা লাভ খুব গুরুত্বপূর্ণ।