আমার অতিরিক্ত সপ্নদোষ হয়। আর এই কারনে গাল ভেঈে যাচ্ছে। সপ্নদোষ ও গাল ভাঈা ভাল হবার উপায় আছে কি?
আমার অতিরিক্ত সপ্নদোষ হয়। আর এই কারনে গাল ভেঈে যাচ্ছে। সপ্নদোষ ও গাল ভাঈা ভাল হবার উপায় আছে কি?
Add Comment
আপনি বলছেন – আপনার অতিরিক্ত সপ্নদোষ হয়। আর এই কারনে গাল ভেঙ্গে যাচ্ছে। সপ্নদোষ ও গাল ভাঙ্গা ভাল হবার উপায় আছে কি?
আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে সমস্যার থেকে আপনার দুশ্চিন্তাটাই বেশি। কিন্তু আপনার বয়স এবং কয় দিন পর পর বা রাতে কয় বার সপ্নদোষ হয় সেটা উল্লেখ করেন নি। সপ্নদোষ যখন বেশি পরিমানে অর্থাৎ সপ্তাহে ১ বারের বেশি বা মাসে ৫ বারের বেশি হতে থাকে তখন কিছুটা চিন্তার কারণ হয়ে দাড়ায়। তখন অবশ্যই চিকিত্সা নেয়া উচিত। এর যথাযথ কারনগুলো নির্ণয় করে হোমিওপ্যাথিক চিকিত্সা গ্রহণ করলে খুব অল্প সময়ের মধ্যেই সমস্যাটার সমাধান হয়ে যায়। অনেকর আবার হস্তমৈথুনএর অভ্যাস থাকার কারণে কিছুদিন না করলে সপ্নদোষ হওয়া আরম্ভ হয়। তবে মনে রাখা ভালো, রাতে যদি গুরুপাক খাবার খেয়ে ঘুমান অথবা পেটে যদি গণ্ডগোল থাকে তার কারনেও কিছুদিন টানা সপ্নদোষ হতে পারে তখন অতিরিক্ত সপ্নদোষ হওয়ার পেছনের কারণটার ট্রিটমেন্ট করা জরুরি।