আমার কথার জন্য আমার অনেক শত্রু। কী করবো?
আমার কথার জন্য আমার অনেক শত্রু। কী করবো?
Add Comment
ন্যায় কথা বললে শত্রু তো বাড়বেই। এটাই তো স্বাভাবিক ।কারণ এখন সমাজ নানারকম মিথ্যাচারে ভরে গেছে ।সেখানে যদি আপনি সত্যি কথা ,ন্যায় কথা বলেন তাহলে শত্রু বাড়বে। আমি বলবো এসবের গুরুত্ব না দিতে নিজের মতো করে জীবন কাটান। যে আপনাকে মেনে নিতে পারবে সে আপনাকে এভাবেই গ্রহণ করবে। আর যারা আপনাকে পছন্দ করবে না আপনি যতই নিজেকে পরিবর্তন করুন, তাদের সাথে ভালো কথা বলুন না কেন ,কোন না কোন কিছু নিয়ে আপনার ত্রুটি ধরবেই।তাই এসব নিয়ে মাথা ঘামাবেন না।