আমার কেনো মনে হচ্ছে যে আমার আত্মবিশ্বাস নেই ?
আমার কেনো মনে হচ্ছে যে আমার আত্মবিশ্বাস নেই ?
Add Comment
এর একটা কারণ হতে পারে যে আপনি যেখানেই যান অন্য লোকেদের আপনি নিজের সাথে তুলনা করেন ও তাদের আপনার থেকে উচু মনে করেন। আর যদি এটা হয়ে থাকে তাহলে এটা আপনাকে বন্ধ করতে লাগবে। আপনার উচিত সবাইকে সমান নজরে দেখা ।একটি লোক যে আপনার থেকে অনেক ধনী ব্যক্তি তার সঙ্গে যেভাবে হাত মেলাবেন ঠিক একই ভাবে আপনি আপনার থেকেও গরিব লোকেদের সঙ্গে হাত মিলাবেন। সবাইকে একই রকম ভাবে সম্মান দেবেন । প্রয়োজনের থেকে না কম না বেশি।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনাকে করতে হবে অন্যদের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করুন।।