আমার চারপাশের মানুষ সবসময় আমার ক্ষতি করতে চায়। এখন আমার করণীয় কী?
আমার চারপাশের মানুষ সবসময় আমার ক্ষতি করতে চায়। এখন আমার করণীয় কী?
Add Comment
- যারা ক্ষতি করতে চায়,তাদেরকে আইডেন্টিফাই করে ফেলুন।
- তাদের সাথে কথাবার্তা এবং অন্যান্য কোনকিছু বিনিময় করার ক্ষেত্রে যোগ-বিয়োগ করুন।
- যারা আপনার ক্ষতি করতে চান,তাদেরকে যদি চিহ্নিত করতে পারেন তাহলে আপনার 90 শতাংশ কাজ কমপ্লিট।
- তাদের সাথে চলাফেরা করলেও সেটা হতে হবে কৃত্রিম।
- যারা আপনার ক্ষতি করতে চান,তাদের সাথে কৌশলগত সম্পর্ক স্থাপন করুন।এমন একটা ভাব ধরুন যেন আপনি কিছুই জানেন না।
- তাদেরকে পর্যবেক্ষণের মধ্যে রাখুন।বুঝে শুনে পা বাড়াবেন;অযথা মুখ ফসকে উল্টাপাল্টা কথা বের করে ফেলবেন না।
- শত্রুকে যদি বন্ধুতে পরিণত করতে চান,তাহলে শত্রুকে ভালবাসুন।তার প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিন।