আমার জন্ডিস হয়েছে কীভাবে বুঝবো আর জন্ডিস হলে করনীয় কী কী?
আমার জন্ডিস হয়েছে কীভাবে বুঝবো আর জন্ডিস হলে করনীয় কী কী?
নিচের লক্ষণ গুলি দেখা দিলে আপনার জন্ডিস হবার সম্ভাবনা আছেঃ
১.প্রাথমিকভাবে দেখবেন আপনার চোখ হলুদ হয়েছে কিনা( সাদা অংশ)
২.খাদ্যে অরুচি
৩. জ্বর জ্বর অনুভূতি কিংবা কাঁপানি দিয়ে জ্বর আসা
৪.পেট ব্যথা
৫.বমি বমি ভাব
৬.চুলকানি
৭.শারীরিক দুর্বলতা।
৮.প্রসাবের রং হলুদ হয়ে যাওয়া।
জন্ডিস রোগ শনাক্ত করার জন্য আপনাকে অবশ্যই চিকিৎসক এর কাছে যেতে হবে। রক্ত পরীক্ষা, যকৃতের কার্যকারিতা এবং কোলেস্টরল পরীক্ষা, প্রোথোম্বিন টাইম, পেটের আল্ট্রাসাউন্ড, প্রস্রাব পরীক্ষা অথবা যকৃতের বায়োপসি ইত্যাদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাতে হবে।
করণীয় ঃপ্রচুর জল পান করুন। আপনি দিনে ২-৩ বার আনারসের বা আপেলের জুস বানিয়ে খান। ভাজাপোড়া এড়িয়ে চলুন।বিশ্রাম নিন। খোলা খাবার খাবেন না। পানি ফুটিয়ে অথবা ফিল্টার করে পান করুন।