আমার জিবনকে সহজ সরল আনন্দময় কিভাবে গড়ে তুলবো?
আমার জিবনকে সহজ সরল আনন্দময় কিভাবে গড়ে তুলবো?
জীবনটা তখন সুন্দর যখন জীবনটা উপভোগ করবেন। জীবনটা তখন হতাশার ও দুঃখের হবে,যখন জীবনের মানে খুঁজে পাবেন না। জীবনে লক্ষ্য থাকতে হবে,যা আপনাকে আরও আনন্দ ও অনুপ্রেরণা যোগাবে। আপনি যদি দিনটাকে সহজ করে নিতে পারেন, তাহলে আপনার মাস বছর এমনেই সহজ ও সরল হয়ে যাবে। দিনটাকে সহজ বানাতে হলে, সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। যদি মুসলমান হন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই জীবনটা অনেক সহজ হয়ে আসে। ইহকাল ও পরকাল সম্পর্কে ভারসাম্য বজায় রাখা যায় নিয়মিত সালাত আদায় করলে পরকালে জান্নাত পাবেন,আর ইহকালে আপনার জীবনে একটা শৃঙ্খলা চলে আসবে,যা আপনাকে সুন্দর জীবন যাপনে সাহায্য করবে। নিজেকে ভালবাসতে হবে, নিজেকে সময় দিতে হবে এবং মনে কোনো প্রকার হিংসা অহংকার রাখবেন না।আশা করি এইগুলো বুঝতে পারলে জীবনটাকে সহজেই সহজ করা যাবে।