আমার জীবনের উদ্দেশ্য কি?
এমন সব প্রশ্নের উত্তর দিতে হলে মনীষীদের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই । তবে দর্শনের কচকচিতে না ঢুকে বরং একটা কবিতা দিচ্ছি আজ পাঠকের জন্য; দেখা যাক কে কী খুঁজে পান তাতে ।
ছাতা কহে, ধিক ধিক মাথা মহাশয়,
এ অন্যায় অবিচার আমারে না সয় ।
তুমি যাবে হাটে বাটে দিব্য অকাতরে,
রৌদ্র বৃষ্টি যত কিছু সব আমা-‘ পরে ।
তুমি যদি ছাতা হতে কী করিতে দাদা?
মাথা কয়, বুঝিতাম মাথার মর্যাদা,
বুঝিতাম তার গুণে পরিপূর্ণ ধরা,
মোর একমাত্র গুণ তাকে রক্ষা করা ।
-রবীন্দ্রনাথ ঠাকুর (যথাকর্তব্য)