আমার ডান অন্ডকোষের তুলনায় বাম অন্ডকোষ অনেক বেশি বড় আর এটি কেমন যেন ঝুলে গেছে। এটি কি কোনো সমস্যা?
Add Comment
স্বাভাবিক অবস্থায় ছেলেদের একটি অন্ডকোষ আরেকটির তুলনায় বড় হয়ে থাকে। এটি কোনো সমস্যা না। কিন্তু যদি তা অধিক আকারে বড় হয়ে থাকে তবে তা কোনো অসুস্থতার লক্ষণও হতে পারে। এমতাবস্থায় আপনার উচিত খুব দ্রুত কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়া।