আমার ফেসবুক প্রোফাইল কে কে ভিজিট করছে এটি দেখার কি কোনো উপায় আছে?

    আমার ফেসবুক প্রোফাইল কে কে ভিজিট করছে এটি দেখার কি কোনো উপায় আছে?

    Doctor Asked on September 30, 2016 in সাধারণ.
    Add Comment
    1 Answer(s)

      অনেকেরই জানার আগ্রহ থাকে যে তার ফেসবুক প্রোফাইটি কে কে দেখছে। এই বিষয়টি জানা খুবই সহজ একটি ব্যাপারে। এর জন্য যা যা করবেন :

      – প্রথমে আপনার ফেসবুক একাউন্ট এ লগিন করুন।

      – তারপর আপনার প্রফাইল পেজে প্রবেশ করুন।

      – এখন কিবোর্ড থেকে Ctrl + U প্রেস করুন একসাথে , আপনি আপনার প্রফাইল পেজের সোর্স কোড দেখতে পাবেন।

      – এখন কিবোর্ড থেকে CTRL+F প্রেস করুন ।যে বক্স আসবে অর্থাৎ একটা সার্চ বক্স আসবে সেখানে এই লিখাটা দিন তারপর সার্চ করুন।

      – {“list”: এখানে অনেকগুলি আইডি নাম্বার থাকবে কমা দিয়ে । প্রথমে যেই আইডিটা থাকবে সেইটা হচ্ছে যে সবচেয়ে বেশি আপনার প্রফাইল ভিজিট করেছে তার আইডি ।

      – এখন চিন্তা করছেন নাম না দেখা গেলে আইডি নাম্বার দিয়ে কি করবেন ? তো যেকোন একটা আইডি নাম্বার কপি করেন তারপর নতুন একটা টেব খুলে এইভাবে দিয়ে এন্টার প্রেস করুন দেখেন কীভাবে ঐ ব্যক্তির পুরা প্রফাইল চলে আসছে।https://www.facebook.com/Facebook Profile Id এখানে Facebook Profile Id এর জায়গায় আপনার কাক্ষিত আইডি টি দিবেন। উদাহরণ হিসেবে দেখা যায়, https://www.facebook.com/123456789012

      বিঃদ্রঃ যদি {“list”: দিয়ে সার্চ দেওয়ার পর লম্বা লিস্ট শো করে তাহলে উপরে View থেকে wrap Long Lines এ টিক দিলেই সবগুলি ছবির মত দেখা যাবে । ধন্যবাদ

      Professor Answered on September 30, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.