আমি কিভাবে চালাক হব?
Playstore এ Be clever in 30 days নামের একটি অ্যাপ ডাউনলড করে । ১ মাসে চালক হবার সেরা ১০ টা উপায় নামক বই পড়ে।
না না এভাবে হবে না। তাহলে হবে কিভাবে ? জীবনে কিছু কিছু জিনিস আপনি অন্যদের অনুসরণ করে শিখতে পারবেন , কিন্তু সবকিছু না। সবকিছু আপনাকে চামচে করে খাইয়ে দেওয়া হবে না । কিছু কিছু জিনিস সময়ের সাথে আসে ।আসে অভিজ্ঞতার সাথে । এই চালাকি বা ও সেই কিছু জিনিসের তালিকা তে আসে।
কেউ ঠকে শেখে কেও অন্যকে ঠকতে দেখে। দ্বিতীয় টা তুলনামূলক নিরাপদ।
কেও নিজে বিপদে পড়ে কেউ অন্যকে বিপদে পড়তে দেখে। এক্ষেত্রেও দ্বিতীয় টা তুলনামূলক নিরাপদ।
কেও ১ বার ঠকে কেও একাধিকবার।এক্ষেত্রেও দ্বিতীয় টা তুলনামূলক নিরাপদ।
চালাক মানুষের সান্নিধ্যে থেকেও চালাক হওয়া যায়।
বিভিন্ন বিষয়ে জ্ঞান ও আপনাকে চালাকের শ্রেণী তে ঢুকতে সাহায্য করবে।চেষ্টা করুন সব বিষয়ে কমবেশি জ্ঞান অর্জন করতে ।
সমাজে নিজেকে তুলে ধরার চেষ্টা করলেও ।
মোদ্যা কথা হলো আপনি যত নিজেকে বিভিন্ন কাজে লিপ্ত করবেন এবং আপনার যত অভিজ্ঞতা আসবে কোনো বিষয়ে বা আপনার জ্ঞান বাড়বে তত আপনি সে বিষয়ে নিপুণ হবেন এবং আপনি চালাকের দলে ঢুকে পড়বেন । অন্যথা ঘরে বসে চালান হবার চেষ্টা বৃথা এবং অজথা।