আমি কিভাবে নেশা ছাড়তে পারি?
আমি কিভাবে নেশা ছাড়তে পারি?
Add Comment
নেশা, যা বর্তমান এ যুব সমাজ কে ধ্বংস করছে। আপনি একটু চিন্তা করে দেখুন তো , আপনি নেশা করেন ঠিক,কিন্তু এই নেশা যে খারাপ আপনি কিন্তু বুজতেছেন এবং বুঝার কারণেই আপনি এই প্রশ্ন টা করেছেন, আপনি নিরিবিলি কোনো জাগায় বসে একটু ভাববেন , আল্টিমেটলি আপনার কি কোনো লাভ হচ্ছে , আপনার কারণে হয়তো আপনার পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, আপনার জীবন টা নষ্ট হয়ে যেতে পারে,নিজের বুজ হচ্ছে সবার আগে. তা ছাড়া আপনার যখন নেশা উঠে ওই সময় টায় আপনি মুখে কিছু দিয়ে চিবুতে পারেন। কয়েকদিন নিজেকে নিজে মানসিক ভাবে মানসিক ভাবে সাপোর্ট দিবেন, আপনার ভালো যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে গল্প করতে পারেন, আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আশা করি আপনি মুক্তি পাবেন। আপনার জন্য ভালোবাসা।