আমি কিভাবে মানুষের সাথে মিশব?
আমি কিভাবে মানুষের সাথে মিশব?
Add Comment
- অন্যের মনোভাব অনুযায়ী আচরণ করুন।যেকোনো আচরণিক প্রক্রিয়ায় একীভূত এবং একাত্ম হয়ে যান।
- সে কি চায়,তার পছন্দ-অপছন্দ,আগ্রহ,শখ- এসব মুহূর্তেই জেনে ফেলুন।তাহলে অন্যের সাথে মিশতে সুবিধা।
- প্রথমত অন্যের আগ্রহ এবং পছন্দের বিষয় জেনে ফেলুন।তারপর সেসব নিয়ে কথা বলা আরম্ভ করুন।এতে করে তার আগ্রহ আরো বাড়বে।
- মনে করুন কারো মিউজিক পছন্দ অথবা কারো ছবি আঁকা পছন্দ,তাহলে তাদের সাথে গান নিয়ে আলোচনা করুন।ছবি আঁকাআঁকি নিয়ে গল্প করুন।বিনিময়ে সে আপনাকে ভালোবাসবে;পছন্দ করবে।
- মানুষের সাথে মেশার ক্ষেত্রে কথা বলার ফাঁকে ফাঁকে তাদের নাম ধরে সম্বোধন করুন।
- পারলে যার সাথে মিশবেন তার সম্পর্কে পূর্ব থেকেই কিছু আইডিয়া নিয়ে রাখুন।
- মনে রাখতে হবে সব মানুষ এক রকমভাবে আচরণ করবে না।পরিবার,সমাজ,ধর্ম,অঞ্চল এবং ভৌগলিক অবস্থানের কারণে একেক মানুষ একেক রকম।সেটি মাথায় রাখুন।
- প্রশ্ন করুন।প্রশ্ন না করলে মানুষের সাথে মিশতে পারবেন না।
- মানুষের প্রতি আগ্রহী হোন;কৌতুহলী এবং উৎসুক হোন।
- পরমত সহিষ্ণুতাকে সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে।নচেৎ আপনি মানুষের সাথে মিশতে পারবেন না,মিশলেও মানুষ আপনাকে একসেপ্ট করতে চাইবে না।