আমি কিভাবে সকলের কাছে প্রিয় হতে পারি?
আমি কিভাবে সকলের কাছে প্রিয় হতে পারি?
Add Comment
- পরচর্চা, পরনিন্দা করবেন না। এটা খুবই মারাত্মক।
- প্রশংসা করুন। প্রশংসা শুনেল সবার মন গলে যায়।
- সৎ পরামর্শ দিন। সে একদিন বুঝবে আপনি তার কতটা উপকার করেছেন।
- ক্ষমা করতে শিখুন। এমন মানুষ সবার কাছেই প্রিয়।
- কথা দিয়ে কথা রাখুন।
- সত্যবাদী হোন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এ পথ থেকে কখনোই সরবেন না।
- কথা বলার সময় সব সময় হাসি মুখে কথা বলবেন।
- সম্মান করুন। যদি তাকে আপনি সম্মান করেন সেও আপনাকে সম্মান করবে