আমি কীভাবে নিজেকে অনুপ্রাণিত করতে পারি?
আমি এখন যে কাজটি করি, সেই বিষয়টি শেয়ার করতে চাই। অনুপ্রাণিত করার খুব সহজ একটা উপায় হচ্ছে, কোন কিছু একটা ঘোরের মধ্যে থাকা। যেমন ক্রিকেটারদের কথা বলা যায়। একজন ক্রিকেটার, যিনি পেশাদার, তিনি ২৪ ঘণ্টাই একটা ঘোরের মধ্যে থাকেন ক্রিকেট নিয়ে। ধ্যান-জ্ঞান সবই যেন তার ক্রিকেটময় থাকে। এরই মধ্যে কিন্তু জীবনের বাকি সব কাজ ঠিকই তার চলতে থাকে, কিন্তু নদীর মত সে সামনে এগিয়ে যায় ক্রিকেট নিয়ে। আমরা কোন বিজ্ঞানী বা গবেষককেও এমন সমীকরণে টানতে পারি। যে কিনা দিনে প্রায় সময়ই ঘোরের মধ্যে থাকেন তার গবেষণা নিয়ে। জীবনের বাকি সব কাজ তখন স্বয়ংক্রিয়ভাবে চলবেই।
আমরা যারা সাধারণ তাদের জীবনে আসলে ঘোর বলতে কিছু নেই। আমরা অন্যকে দেখে অনুকরণ করি, আমরা অন্যকে দেখে হতাশ হই-নিজের মধ্যে নিজের কিছু তৈরি করি না। আমাদের জীবনে দরকার এমন ঘোর।
আমি যেমন এখন খুব বেশি বই-বই-বই করি। সব সময়ই বই। একদিকে বই, আর বাকি দিকে জীবন। খুব একটা খারাপ চলছে বলা যাবে না। বই-বই-বই করতে করতে যেমন খুব সকালে ঘুম থেকে উঠছি, আবার কাজের মিটিং, ঘোরাঘুরি সবই চলছে-কিন্তু মাথায় থাকে বই।
মাথায় যখন কোন কিছু একটা পোকার মত আটকে যাবে, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে অনুপ্রাণিত হবেন-এটা নিশ্চিত বলা যায় কিন্তু।
আমি এই পোস্টটা লেখার আগে জেন দ্য বিগিনার্স মাইন্ড বইটি পড়েছি। আবার নিশ্চিত করে বলতে পারি, পোস্ট লেখা শেষ করে আবারও বইটি পড়া শুরু করবো!
জীবনে ঘোর বা মাথায় ভালো কিছুর পোকা ঢুকলে আমাদের জীবন এমনি অনুপ্রাণিত হয়। সে ক্ষেত্রে জীবনের সরল অংকের সমীকরণ মেলানো খুব সহজ হয়।