আমি কীভাবে বুঝবো যে আমার মধ্যে পরিপক্কতা রয়েছে?
আমি কীভাবে বুঝবো যে আমার মধ্যে পরিপক্কতা রয়েছে?
Add Comment
- যখন আপনি অনুভব করবেন আর বিশ্বাস করে নিবেন যে এই দুনিয়া একদম সাময়িক ১ সেকেন্ড এর ও বিশ্বাস নাই।
- যখন বুঝবেন যে নিজের বাবা মা ভাই বোন ছাড়া কেউ আপন নয়, যখন তাদের সাথে সময় কাটানো তাদের হাসি টাকে প্রাধান্য দিবেন।
- একাকি থাকতে সব চেয়ে বেশি ভালবাসবেন আর সেই সময় টুকু কাজে লাগাবেন।
- অযথা কথা বলবেন না,শুধু শুনবেন জবাবদিহি করবেন না।
- যখন অন্যের সমস্যা নিয়ে মাথা ঘামাবেন না,তার সমস্যা তাকে সমাধান করতে দিবেন এই মানসিকতা আসবে।
- যখন অন্য কেউ অবহেলা করলে বা কেউ হেয় চোখে দেখলে তর্ক না করে মুখ বুজে সম্মানের সাথে দিক পরিবর্তন করবেন।
- যখন যুক্তি দিয়ে কথা বলবেন, আর অন্যের কথা শুনে না লাফাই যাচাই করে তবে সমাধানে আসবেন।
- যখন অযথা কাউকে বিরক্ত করবেন না,কারোর পারমিশন ছাড়া তার ব্যক্তিগত জিনিস দেখবেন না বা ইচ্ছা পূষন রাখবেন না।
- যখন বুঝবেন যে আসলেই আপনার ভবিষ্যৎ আপনাকেই গড়তে হবে বাবা মা পাশে থাকা ছাড়া আর কিছুই করতে পারবেন না।
- যখন সব কিছুই আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আর কপালের দোষ না দিয়ে নিজে চেষ্টা চালাবেন।