আমি খারাপ থেকে ভালো কিভাবে হবো?
আপনি অলরেডি একটা ভালো কাজ করে ফেলেছেন। সেটা কি? এই যে আপনি খারাপ থেকে ভালো হবার নিয়ত করেছেন। যেমন নিয়ত তেমন ফল। গাছ লাগানোর সাথে সাথেই গাছে ফল ধরে না। তেমনি কেউ একদিনে সম্পূর্ণ ভালো হয়ে যায় না। একটা গাছ লাগানোর পর ধৈর্যের সাথে সঠিক যত্ন করতে হয়। তবেই সেই গাছ এক সময় বড় হয়ে ছায়া, অক্সিজেন, ফুল, ফল দেবে। যত্ন না করলে গাছ মারা যায়। আপনি আপনার ঈমানের যত্ন নিন। সকল খারাপ কাজের মূল ভিত্তি হল মিথ্যা কথা বলা। সবার আগে মিথ্যা কথা বলা বাদ দিতে হবে। যদি সত্যি বলতে না পারেন তবে পরিস্থিতি বুঝে চুপ থাকবেন।