আমি গুছিয়ে কথা বলতে জানি না। তা কিভাবে অর্জন করতে পারি?
আমি গুছিয়ে কথা বলতে জানি না। তা কিভাবে অর্জন করতে পারি?
Add Comment
- প্রচুর বই বা পত্রিকা পড়ুন।
- প্রচুর মুভি বা টেলিভিশনে টক শো দেখুন।
- প্রয়োজনের মাঝে মাঝে এফএম রেডিও শুনতে পারেন। সেখানে আরজেরা কিভাবে কথা বলে তা আয়ত্ত করুন।
- রাজনীতিতে যোগদান করুন।
- বেশি বেশি বন্ধুদের সাথে মিশুন।
- অপরিচিত লোকদের সাথে কথা বলার প্রবণতা গড়ে তুলুন।
- প্রতিদিন নিয়ম করে বিভিন্ন প্রোগ্রাম থেকে কিভাবে কথা বলতে হয়, তা শিখুন।
- আঞ্চলিকতা পরিহার করে প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করুন। সেক্ষেত্রে প্রমিত বাংলার একটি কোর্স করে নিতে পারেন।
- নার্ভাস না হয়ে সর্বদা আত্মবিশ্বাসী থাকতে হবে।
- গুছিয়ে কথা বলার জন্য জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই।
- ভাষার উপর প্রভূত দক্ষতা অর্জন করুন।