আমি প্রচুর অলস। কিভাবে আমি আমার এই অলসতা দূর করতে পারি?

    Add Comment
    1 Answer(s)

      আমরা কোন কাজ করতে চাই কিন্তু করতে পারিনা শুধুমাত্র এটা ভেবে যে এটা পরে করলেও হবে বা এখন করতে ইচ্ছে করছে না ।

      ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠতে চেয়েছেন এলার্ম ও লাগিয়েছেন । সঠিক সময়ে অ্যালার্ম বাজলো । আপনার ঘুম ভেঙে গেল । তখন আপনার কাছে দুইটা পথ থাকে । প্রথমত, বিছানা থেকে উঠে আপনার দৈনন্দিন কাজ করা আর দ্বিতীয়ত, আবার শুয়ে পরা । যখন আপনি দ্বিতীয় পথটার কথা ভাববে তখন আপনার ভিতরে অলসতা আসবে ।

      এখন , তিন সেকেন্ড নিয়ম এইটা বলে যে , এখন আপনার কাছে এরকম দুটো পথ খোলা থাকে তখন যে কাজটা আপনার জন্য প্রয়োজনীয় ৩ সেকেন্ডের ভিতর সেটা করতে শুরু করা ।

      এই ধরুন,

      1. ঘুম থেকে উঠবো কি উঠবো না, এক ..দুই ..তিন.. ঘুম থেকে উঠে পড়া ।
      2. পড়তে বসবো কি বসবো না সেকেন্ডের ভিতরে পড়তে বসে পড়া ।
      3. কোন কাজ এখন করবো কি করবো না তিন সেকেন্ডের ভিতর কাজটা শুরু করে দেয়া ।

      আর হ্যাঁ এরকম তিন সেকেন্ড নিয়ম বেশিদিন পালন করার প্রয়োজন নেই । নির্দিষ্ট একটা সময় পর আপনার মস্তিষ্ক এটা মেনে নেবে যে আপনি একজন কর্মঠো ব্যক্তি। ফলস্বরূপ, আপনার কোন কাজ করতে অনীহা জন্মাবে না বা অলসতা আসবেনা ।

      Professor Answered on April 1, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.