আমি বিবাহিত, সে বিবাহিতা কিন্তু অস্বীকার করে…
আমাদের সম্পর্কটা শুরু ফেসবুক থেকে। আমরা একই ইউনিভার্সিটিতে পড়েছি কিন্তু তখন কেউ কাউকে চিনতাম না, পরে ফ্রেন্ড এর ফ্রেন্ড হিসেবে আমাদের পরিচয়। আজ আমাদের সম্পর্কের ১ বছর হয়েছে। তার আগে বলে রাখি আমরা দুজনই কিন্তু বিবাহিত। কিন্তু ও আমাকে কখনো বলেনি বা বুঝতে দেয়নি যে সে বিবাহিত। আমিও জানতাম না। জেনেছি তার কাজিনদের ফেসবুক আইডি থেকে। তার পর বিয়ের ছবি এবং অনুষ্ঠানের ছবি। কিন্তু আমি কখনো তাকে বুঝতে দেইনি, সব সময় না জানার মতই থেকেছি।
আমি আমার সব কিছুই তাকে শেয়ার করতাম এখনো করি। ভালোই চলছিলো তার রেস্পন্ডস দেখে আমি নিজেই তার প্রতি একটু দুর্বল হয়ে যাই। এক সময় আর তাকে না বলেই পারলাম না যে আমি তোমাকে ভালোবাসি। ও হেসে হেসে বলল, তোমার বউ জানলে তোমাকে বাসা থেকে বের করে দিবে। এভাবেই আমাদের ৮/৯ মাস পার হয়ে গেলো। কিন্তু মজার বিষয় হল এখনো আমাদের দেখা হয়নি। এবং ওর বাসা আমাদের এলাকা থেকে আর ২টা এলাকা পর। এ সবের মাঝে আমি সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলি।
মাঝে মাঝে ও আমাকে বলতো বাসা থেকে ওর বিয়ে দেখা হচ্ছে কিন্তু ও বিয়ে করতে রাজি না। এমন কি কয়েকটা বিয়ে ভেঙ্গেও দিয়েছে। এখন কথা হল গত এক সপ্তাহ থেকে ওর ব্যবহার আমার কাছে কেমন যেন লাগছে। ও ঠিক মত আমার সাথে কথা বলতে চায়না আমাকে আগের মত রেস্পন্ডস ও করেনা। আমি বার বার ওর কাছে জানতেও চেয়েছি কি হয়েছে জানার চেষ্টাও করেছি কিন্তু সে আমাকে বলে কিছু হয়নি কি বলবো। এখন প্রায় রাত ২/৩ পযন্ত ফেসবুকে থাকে কিছু জিজ্ঞেস করলে বলে নাটক দেখি বা গান শুনি। কিন্তু আবার দিনের বেলাও তাকে ফেসবুকে তাকে পাওয়া যায়না। ম্যাসেজ দিলে সিন করে কিন্তু কোন উত্তর দেয়না। এরই মাঝে ঠিক হয়েছে আমরা দুজন দেখা করবো আমাদের দুজনেরই আগ্রহই বেশী ছিলো। তার পর এখন আর কিছুই বলছেনা। আমি তাকে বলেছি আমার সাথে তোমার কথা বলতে ভালো না লাগলে আমাকে বলতে পারো আমি কিছু মনে করবো না। এটা বললে ও রেগে যেতো বলতো সবসময় বেশি বুঝবানা। আমি এখন বুঝতে পারছিনা আসলে ও কী চাচ্ছে ও কি অন্য কাউকে ভালোবাসে। ওর শেয়ারিং কেয়ারিং আমাকে এতটাই মুগ্ধ করেছে ও ভালোবাসা ছাড়া আমি আর কিছুই বুঝতে পারছিনা। আমি আমার দিক থেকে পরিষ্কার যে তাকে আমি ভালোবাসি কিন্তু তার দিকটা আমি ঠিক বুঝতে পারছিনা।
ভাই, এইসব লোক দেখানো কেয়ারিং দেখেই প্রেমে পড়ে গেলেন? একবারও কি বুঝতে পারলেন না যে মেয়েটি প্রথম থেকেই আপনার সাথে নাটক করেছে? সে বিবাহিতা, সেটা সে গোপন করে কথা চালিয়ে গেছে। আপনি তাঁর প্রেমে পড়ে গিয়েছেন জেনেও। অন্যদিকে এমন মিথ্যাও বলেছে যে বাসা থেকে বিয়ে দেখা হচ্ছে, আপনার জন্য সে বিয়ে ভেঙে দিয়েছে। একটা মানুষ কত বড় প্রতারক হলে এটা করা সম্ভব?
একটু অন্য ভাবে ভাবুন। আপনার সেই বান্ধবী অন্য কারো স্ত্রী। সে নিজের সত্যতা গোপন করে আপনার সাথে পরকীয়ার মত সম্পর্ক চালিয়ে যাচ্ছে। এই একই কাজ যদি আপনার স্ত্রী করতো, আপনি কি তাঁকে ভালো মেয়ে বলতেন? নিজের স্ত্রীকে কি ক্ষমা করতে পারতেন? জীবনেও না!
ওই মেয়েটি আপনাকে ভালোবাসে কিনা, সেটার চাইতে বড় বিষয় এই যে আপনি নিজের স্ত্রীকে ভালোবাসেন না। বাসলে আরেক মেয়ের প্রেমে পড়তেন না। তাই সবার আগে করণীয় এই যে স্ত্রীকে এই মিথ্যা বিয়ের বন্ধন থেকে মুক্ত করে দিন, তারপর যা ইচ্ছা তাই করুন। আর হ্যাঁ, আমার মনে হয় না ওই বান্ধবী আপনাকে ভালোবাসে। আপনি কেবলই তাঁর স্বামীর অবর্তমানে টাইম পাস করার একটা পুতুল। আর কিছুই নন!
সৃষ্টিকর্তা আপনাদের দুজনকেই শুভ বুদ্ধি দিক।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
এডিটর ইন চার্জ (প্রিয় লাইফ-সায়েন্স ও প্রিয় আনসার)
প্রিয়.কম
বিশেষ দ্রষ্টব্য
আমি কোন মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক বা আইনজীবী নই। কেবলই একজন সাধারণ লেখক আমি, যিনি বন্ধুর মত সমস্যাটি শুনতে পারেন ও তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে কিছু পরামর্শ দিতে পারেন। পরামর্শ গুলো কাউকে মানতেই হবে এমন কোন কথা নেই। কেউ যদি নতুন কোন দিক নির্দেশনা পান বা নিজের সমস্যাটি বলতে পেরে কারো মন হালকা লাগে, সেটুকুই আমাদের সার্থকতা।