আমি মাছের খামার করতে চাই, কীভাবে শুরু করব?
আমি মাছের খামার করতে চাই, কীভাবে শুরু করব?
Add Comment
ধন্যবাদ আপনার যুগপোযেগী প্রশ্নটির জন্য। আসলে গ্রামাঞ্চলগুলোতে স্বকর্মসংস্থান বৃদ্ধি বা বেকারত্ব দূর করার একটি ভালো ও কার্যকরী উপায় হল এই মাছের খামারের ব্যবসা করা। এই ব্যবসাটিতে খুব বেশি বিনিয়োগ করতে হয় না তবে মুনাফা পাওয়া যায় অনেক বেশি। ফলে এটি একটি লাভমান ব্যবসা হিসেবে বিগত কয়েক বছর ধরে চলে আসছে।
মাছের খামার করার আগে যে বিষয়টি আপনাকে করতে হবে তা হল পুকুর বা বিল লিজ নেয়া বা আপনার যদি নিজস্ব পুকুর থেকে থাকে সেক্ষেত্রে আরও ভালো। পুকুর বা বিলটিকে মাছ চাষের উপযোগী করে তুলতে হবে।