আমি মাছের খামার করতে চাই কীভাবে শুরু করব?

    আমি মাছের খামার করতে চাই, কীভাবে শুরু করব?

    Add Comment
    1 Answer(s)

      আসলে গ্রামাঞ্চলগুলোতে স্বকর্মসংস্থান বৃদ্ধি বা বেকারত্ব দূর করার একটি ভালো ও কার্যকরী উপায় হল এই মাছের খামারের ব্যবসা করা। এই ব্যবসাটিতে খুব বেশি বিনিয়োগ করতে হয় না তবে মুনাফা পাওয়া যায় অনেক বেশি। ফলে এটি একটি লাভমান ব্যবসা হিসেবে বিগত কয়েক বছর ধরে চলে আসছে।

      মাছের খামার করার আগে যে বিষয়টি আপনাকে করতে হবে তা হল পুকুর বা বিল লিজ নেয়া বা আপনার যদি নিজস্ব পুকুর থেকে থাকে সেক্ষেত্রে আরও ভালো। পুকুর বা বিলটিকে মাছ চাষের উপযোগী করে তুলতে হবে। প্রয়োজনীয় উপাদান দিয়ে পরিস্কার করে ফেলতে হবে। চারপাশে কাঁটাতার বা নেট দিয়ে ঘিরে ফেলতে হবে যেন বন্যায় মাছ পুকুর থেকে বের হয়ে না যেতে পারে।

      এরপরে মাছের পোনা ছাড়তে হবে। মাছের পোনা নির্বাচনের ক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হল এমন সব মাছ নির্বাচন করতে হবে যেগুলো একই সাথে বসবাসের উপযোগী এবং একটি আরেকটিকে খেয়ে না ফেলে। তাছাড়া এদের হার্ভেস্টিং পিরিয়ড যেন একই সময়ের হয়ে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আপনি মৎস হ্যাচারির কয়েকজনের পরামর্শ নিতে পারেন।

      পুকুরে ছাড়া মাছগুলোকে খেতে দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনি মাছের পোনা কেনার সময়েই জেনে নিতে পারেন। আপনি চাইলে মাছ এবং হাঁসের চাষ একই স্থানে করতে পারেন। এতে করে হাঁসের বিষ্ঠাগুলো মাছের খাদ্য হিসেবে কাজে আসতে পারে। এই বিষয়টি সম্পর্কে ডিটেইলস জানতে আপনি এই সংক্রান্ত কিছু বইয়ের সাহায্য নিতে পারেন। নিচে এই বিষয়ক একটি বইয়ের লিঙ্ক দেয়া হল। ধন্যবাদ

      Professor Answered on October 5, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.